ছাত্রদলের ডাকে বৃহস্পতিবার টাঙ্গাইলে অর্ধদিবস হরতাল

0 186

12240942_1645820252342940_4686187632488434637_oষ্টাফ রিপোর্টারঃ

জেলা ছাত্রদলের সভাপতি খ.রাশেদুল আলমকে গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার টাঙ্গাইল শহরে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল আহবান করেছে জেলা ছাত্রদল।

বুধবার দুপুরে জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক শফিকুর রহমান খান শফিক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

উল্লেখ্য, গত মঙ্গলবার টাঙ্গাইল জেলা ছাত্রদলের সভাপতি খ.রাশেদুল আলমকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ