চাকুরী স্থায়ীকরণের দাবিতে টাঙ্গাইলে সিএইচসিপিদের অবস্থান ধর্মঘট
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে চাকুরী স্থায়ীকরণের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে জেলার কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি কর্মীরা। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই অবস্থান ধর্মঘট পালন করে জেলার ৩৬টি কমিউনিটি ক্লিনিকে কর্মরত ৪৩৬ জন সিএইচসিপি। পরে জেলা সিভিল সার্জনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় বক্তব্য রাখেন সিএইচসিপি জেলা শাখার সমন্বয়কারী নিয়াজ মোর্শেদ রাজীব, মির্জা আল মামুন প্রমুখ। বক্তারা বলেন, দেশের প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠির দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পোঁছে দিতে সিডিজি লক্ষ্যমাত্রা অর্জণের জন্য দেশের ডিজিটাল স্বাস্থ্য সেবার কাঠামো আমাদের দ্বারাই নির্মিত ও পরিচালিত হয়। বিগত ২০১৩ সালে সরকারের পক্ষ থেকে আমাদের চাকুরী স্থায়ী করণেরও উদ্যোগ নেয়া হয়। কিন্তু সেই উদ্যোগের কোন বাস্তবায়ন আজ পর্যন্ত হয়নি।
ফলে পেশায় কর্মরত প্রায় ১৩ হাজার কর্মী ইনক্রিমেন্ট, বেতন বৃদ্ধিসহ অন্যান্য মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। যে কোন সময় তারা চাকুরী হারানোর ভয়ে আছেন। তাদের পরিবার-পরিজন নিয়ে দর্বিষহ জীবন-যাপন করছেন।
এ সময় তারা অবিলম্বে দেশের স্বাস্থ্য খাতকে আরও সুগঠিত করার জন্য তাদের চাকুরী স্থায়ী করণের দাবি জানান।