চতুর্থ বাংলা কবিতা উৎসব সমাপ্ত
নোমান আব্দুল্লাহঃ
টাঙ্গাইলে চতুর্থ বারের মতো দুই দিনব্যাপী বাংলা কবিতা উৎসব শনিবার (১২ ডিসেম্বর) রাতে সমাপ্ত হয়েছে। টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার ভাসানী হলে দুইদিন ব্যাপী বাংলাদেশ ও ভারতের বাংলা কবিতার এ উৎসবের আয়োজন করে। উৎসবের শেষদিনেও কয়েকপর্বে ভাগ হয়ে চলে কবিতা পাঠ ও আড্ডা । এছাড়াও গদ্য লেখকদের নিয়েও আড্ডার আয়োজন করা হয়।
রাতে সমাপনী অনুষ্ঠানে দেয়া হয় অরণি পুরস্কার। ভারতের শিশু সাহিত্যিক অপূর্ব দত্ত এ পুরস্কার পান। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিরেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি ফজলুর রহমান খান ফারুক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ষাটের দশকের অন্যতম কবি বুলবুল খান মাহবুব।
এর আগে আনন্দঘন, প্রাণোচ্ছল উৎসবমুখর পরিবেশে শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে ভাসানী হলে এ কবিতা উৎসব শুরু হয়। আনন্দঘন, প্রাণোচ্ছল ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ ও ভারতের কবিরা তাদের কবিতা পাঠ করেন।
বাংলা কবিতা উৎসবকে কেন্দ্র করে পুরো টাঙ্গাইল শহর দুই বাংলার কবিদের মিলনমেলায় পরিণত হয়ে উঠে।