ঘোষপাড়া প্রিমিয়ার ক্রিকেট লীগ নাইট টুর্ণামেন্টে মাভাবিপ্রবি চ্যাম্পিয়ন

0 186

মাভাবিপ্রবি প্রতিনিধি ॥
টাঙ্গাইল সদর উপজেলার কাগমারী সন্তোষে ঘোষপাড়া প্রিমিয়ার ক্রিকেট লীগ নাইট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান-১১ বিভাগ।
শুক্রবার (৬ জুলাই) বিকালে সন্তোষ ঘোষপাড়া মন্দির মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় চ্যাম্পিয়ন মাভাবিপ্রবি পরিসংখ্যান-১১ বিভাগকে টেলিভিশন এবং রানার্সআপ ঘোষপাড়া ক্রিকেট একাদশকে মোবাইল সেট পুরস্কার প্রদান করা হয়।
টুর্নামেন্টে মোট ১৬টি অংশগ্রহণ করে। খেলায় চ্যাম্পিয়ন মাভাবিপ্রবি পরিসংখ্যান-১১ বিভাগের অংশগ্রহণকারী খেলোয়াররা হলো- ক্যাপ্টেন সুমন, ভাইস ক্যাপ্টেন পান্থ, মুন্না, এনামুল, রাসেল, বাবুল, রথী, কামরুল ও সালাউদ্দিন।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ