ঘুমের মধ্যেই মারা গেলেন টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর তানাকা

561

জাহিদ হাসান ॥
টাঙ্গাইল পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার সাদাৎ তানাকা (৪৬) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। রোববার (২০ জুন) ভোরে শহরের পার দিঘুলীয়া এলাকায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। সে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বীরবিক্রমের জ্যেষ্ঠ পুত্র ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি। মৃত্যুকালে তিনি মা, বাবা, স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কাউন্সিলের বাবা বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বীরবিক্রম টিনিউজকে জানান, প্রতিদিনের নেয় আনোয়ার সাদাৎ তানাকা শনিবার (১৯ জুন) রাতে ঘুমাতে যায়। রোববার (২০ জুন) সকালে তার মা ঢাকা যাওয়ার সময় তাকে ডাকাডাকি করে। না উঠায় শরীর ধরে ধাক্কা দেয়। নরাচড়া না করায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাদ যোহর পারদিঘুলীয়া এলাকায় তার জানাজা শেষে টাঙ্গাইল বেবিস্ট্যান্ড কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে টাঙ্গাইল সদর আসনের এমপি ছানোয়ার হোসেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি, টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
জানা যায়, গত (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে ৪ নং ওয়ার্ডে তিনি কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেন। আনোয়ার সাদাৎ তানাকা দিঘুলীয়া, পাড় দিঘুলীয়া, বেড়াডোমা এলাকা নিয়ে গঠিত ৪নং ওর্য়াডের কাউন্সিলর নির্বাচিত হন।

 

 

 

Comments are closed.

ব্রেকিং নিউজঃ