ঘারিন্দায় জামায়াতে নামাজ আদায়কারী ৫৯ শিশুকে পুরস্কার প্রদান

96

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল সদরের ঘারিন্দা ইউনিয়নের রানাগাছা গ্রামে জামায়াতে নামাজ আদায়কারী ৫৯ জন শিশুকে পুরস্কার প্রদান করা হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) জুমার নামাজের পর রানাগাছা জামে মসজিদে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।




উক্ত অনুষ্ঠানে ৪০ দিন জামায়াতে নামাজ আদায়কারী স্থানীয় ১৭ জন শিশুকে ১ হাজার করে টাকা-সহ পাঞ্জাবি-পায়জামার কাপড় প্রদান করা হয়। এছাড়া সান্তনা পুরস্কার হিসেবে আরও ৪২ জন শিশুকে প্রদান করা হয় আকর্ষণীয় মগ। পুরস্কার প্রদানের সার্বিক ব্যয় বহন করেন রানাগাছা গ্রামের টেক্সটাইল ইঞ্জিনিয়ার রবিন।




মহৎ এই উদ্যোগে রানাগাছা-সহ পার্শ্ববর্তী গ্রামগুলোর জনসমাজের প্রশংসায় ভাসছে সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাগাছা মসজিদের ইমাম মাওলানা মুর্শিদুজ্জামান, পুরস্কার দাতা রবিন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজ।

Comments are closed.

ব্রেকিং নিউজঃ