ঘাতক ব্লু হোয়েল গেইম বন্ধের দাবীতে টাঙ্গাইলে মানববন্ধন

0 152

স্টাফ রিপোর্টার ॥
ইন্টারনেটের অন্ধকার জগৎ ব্লু হোয়েল গেইম বন্ধের দাবী ও এই গেইমের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার লক্ষে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘ওয়াকর্স ফর এভরিওয়ান’ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন।
মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ, ওয়াকর্স ফর এভরিওয়ান সংগঠনের যুগ্ন আহাবায়ক এস এম অনন্তসহ অন্যান্য সদস্যরা।
বক্তারা অবিলম্বে এই গেইম তাৎক্ষণিক বন্ধ ও এই গেইমের এডমিনদের আইনের আওতায় আনার দাবী জানান। একই সাথে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানান বক্তারা।
উল্লেখ্য, এই ব্লু হোয়েল গেইম দ্বারা যুবকদের মস্তিকে বিকৃতি ঘটায় এবং আস্তে আস্তে তাকে মৃত্যুর দিকে ধাবিত করে।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ