ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে গলফ টুর্নামেন্ট সমাপ্ত

81

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের গলফ ক্লাবে তিন দিনব্যাপী ৮তম পপুলার লাইফ ইনসুরেন্স কাপ গলফ টুর্নামেন্ট সমাপ্ত হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) দুপুর ৩ টার দিকে টুর্নামেন্টের সমাপ্তি দিনের খেলা উদ্বোধন করেন ঘাটাইল গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম, বিজিএম,জি প্লাস, কমান্ডার স্টেশন সদর দপ্তর ঘাটাইল সেনানিবাস।




এ সময় টুর্নামেন্টের আয়োজক প্রতিষ্ঠান পপুলার লাইফ ইনসুরেন্সের ডিপুটি ডিরেক্টর আলমগীর ফিরোজ সহ বিভিন্নস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঘাটাইল ছাড়াও ঢাকা, সাভার, ময়মনসিংহ বঙ্গবন্ধু সেনানিবাসসহ দেশের অন্যান্য গলফ ক্লাবের শতাধিক গলফার এ টুর্নামেন্টে অংশ নেন।

Comments are closed.

ব্রেকিং নিউজঃ