ঘাটাইল সংবাদদাতাঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বীরসিংহ নয়াপাড়া গ্রামে রবিবার দুপুরে বীরসিংহ ৪৫ ক্রিকেট লীগ প্রতিযোগিতার উদ্দ্যোগে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বিএল ভিক্টোরিয়া ক্লাব ও মাশরাফি ওয়ারিজ ক্লাব। খেলায় বিএল ভিক্টোরিয়া ক্লাব জয়লাভ করে।
বীরসিংহ ৪৫ ক্রিকেট ক্লাব আয়োজিত বীরসিংহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ক্রীড়া শিক্ষক আব্দুল মতিন মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন লোকেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবু, আব্দুল জলিল মাস্টার, আবু জাফর ইকবাল, দুই দলের অধিনায়ক শামীম আল মামুন, ওসমান গণি সহ অন্যান্য অতিথিবৃন্দ। শেষে রানার্সআপ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।