ঘাটাইল দেউলাবাড়ী ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

0 197

News_Ghatail_Picস্টাফ রিপোর্টারঃ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার পাকুটিয়া কেন্দ্রীয় ইদগাহ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে হাফিজুর রহমান খান মাষ্টার সভাপতি এবং হাফিজুর রহমান ভূইয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ। সম্মেলন উদ্বোধন করেন ঘাটাইল পৌরসভার মেয়র মঞ্জুরুল হক। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ,খ,ম  রেজাউল করিম। দেউলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে ও ১নং দেউলাবাড়ী ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, জেলা মহিলা দলের সভানেত্রী নিলুফা ইয়াসমিন খান, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আবু বকর সিদ্দিক, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মেহেরুন নাহার চৌধুরী লাকী, সাংগাঠনিক সম্পাদক শামীম খান, দেউলাবাড়ী ইউপি চেয়ারম্যান সোহবার হোসেন প্রমূখ।
সম্মেলনে কাউন্সিলরদের কন্ঠ ভোটে হাফিজুর রহমান খান মাষ্টার সভাপতি পুনঃ নির্বাচিত হন। আর কাউন্সিলরদের ব্যালেটের মাধ্যমে সাধারণ সম্পাদক পদে কাজী তোফায়েল আহমেদের চেয়ে ১৬ ভোট বেশি পেয়ে হাফিজুর রহমান ভূইয়া নির্বাচিত হন।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ