ঘাটাইল উপজেলায় বিজয় দিবস উদযাপন
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সারাদেশের ন্যায় ৪৪তম বিজয় দিবস বুধবার জাঁকজমক পূর্ণভাবে উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে সূর্যোদয়ের পূর্বে ৩৩ বার তপোধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, বিভিন্ন সরকারি, আধাসরকারি, বেসকারী, স্বায়ত্তশাসিত ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল থেকে দুপুর পর্যন্ত ঘাটাইল জিবিজি কলেজ মাঠ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ প্রদর্শন, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শিশু কিশোর সমাবেশ, শরীরচর্চা প্রদর্শনীসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আছমা আরা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি এ্যার্টনি জেনারেল শহিদুল ইসলাম, জিবিজি কলেজের অধ্যক্ষ শামসুল আলম মণি, মুক্তিযোদ্ধা কমান্ডার তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু, জিবিজি কলেজের সাবেক ভিপি উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক শহিদুজ্জামান খান, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আরিফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান কাণিজ ফাতেমা প্রমুখ।