ঘাটাইলে ২৪ প্রহর ব্যাপি শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যষ্ণানুষ্ঠান শুরু
ঘাটাইল সংবাদদাতাঃ
শুক্রবার সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ২৪ প্রহর ব্যাপি শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যষ্ণানুষ্ঠান শুরু হয়েছে। ঘাটাইল পৌর এলাকার হিন্দু সম্প্রদায় আয়োজিত শান্তিনগর সার্বজনীন হরিমন্দির প্রাঙ্গনে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যষ্ণানুষ্ঠান উপলক্ষ্যে শ্রীমদ্ভাগবত পাঠ, তারকব্রহ্ম মহানাম যষ্ণানুষ্ঠান, অষ্টকালীণ লীলা কীর্ত্তন, নগর সংকীর্ত্তন, কুঞ্জ ভঙ্গ, দধি মঙ্গল মহন্ত বিধায় অনুষ্ঠিত হবে।
দেশের খ্যাতিনামা দল মহানাম সুধা পরিবেশন করবেন খুলনার নিত্যানন্দ সম্প্রদায়, ফরিদপুরের প্রভুপ্রাত সম্প্রদায় মাদারিপুর মুক্তিলতা সম্প্রদায়, পিরোজপুর আদি ঠাকুর সম্প্রদায়, সীতক্ষীরা মামা ভাগ্নে সম্প্রদায়, ঘাটাইল হরিসভা সংঘ। লীলা কীর্ত্তন পরিবেশন করবেন ঢাকার শ্রী শ্রী প্রীতম মন্ডল, সাতক্ষীরার শ্রী ধর্মদাস এবং যশোরএর কৃষ্ণাপাল। অধিবাস অনুষ্ঠানে শ্রীমদ্ভাগবত পাঠ করিবেন অমূল্য চন্দ্র দেবনাথ।
এ বিষয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ঘাটাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র দত্ত জানান, প্রতি বছরের ন্যায় আমরা এবারও সমস্ত আয়োজন শেষ করেছি এবং প্রশাসনকে অবগত করেছি যাতে আমরা নির্বিঘ্নে সুশৃঙ্খলভাবে ধর্মীয় উৎসব পালন করতে পারি।
ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, সনাতন ধর্মালম্বীরা যাতে নির্বিঘ্নে তাদের কীর্ত্তনুষ্ঠান পালন করতে পারে আইনশৃঙ্খলা বাহিনী সে বিষয়ে সদা প্রস্তুত থাকার জন্য নির্দেশ দিয়েছি।