ঘাটাইলে হানাদারমুক্ত দিবস পালিত
ঘাটাইল সংবাদদাতাঃ
বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় হানাদার মুক্ত দিবস আড়ম্বরপূর্ণ ভাবে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঘাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্দ্যেগে বিভিন্ন কর্মসূচির মধ্যে জাতীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজুবির সহ সকল শহীদদের স্মরণে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন, পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সম্মুখ থেকে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে মুক্তিযোদ্ধাদের মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঘাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আয়োজিত উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা কমান্ডার তোফাজ্জল হোসেন তালুকদারের সভাপতিত্বে হানাদারমুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রিয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) হেলাল মোরশেদ খান (বীরবিক্রম), অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার খন্দকার জহুরুল হক ডিপটি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রিয় কমান্ড কাউন্সিলের মহাসচিব (প্রশাসন) এমদাদ হোসেন মতিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রিয় কমান্ড কাউন্সিলের ভারপ্রাপ্ত মহাসচিব (কল্যাণ) আসাদুজ্জমান আরজু, সাংগঠনিক সম্পাদক এবিএম সুলতান আহম্মদ, সহ সাংগঠনিক সম্পাদক এস.এ.মজিদ, যুদ্ধাকালিন স্পেশাল কোম্পানি কমান্ডার ফজলুল হক বীরপ্রতীক, যুদ্ধাকালিন কোম্পানি কমান্ডার খোরশেদ আলম বীরপ্রতীক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান, ইউএনও আছমা আরা বেগম, বিআরডিবির চেয়ারম্যান আজমল হোসেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু, পৌর মেয়র মঞ্জুুরুল হক, জিবিজি কলেজের অধ্যক্ষ শামসুল অলম মণি, সাবেক পৌর মেয়র হাসান আলী মিয়া, জিবিজি কলেজের সাবেক ভিপি শহিদুজ্জমান খান প্রমুখ। উল্লেখ্য ১৯৭১ সালের এই দিনে এই দিনে কাদেরিয়া বাহিনীর নেতৃত্বে সম্মুখ যুদ্ধে ঘাটাইল মুক্ত হয়।