ঘাটাইলে মুক্তিযোদ্ধা আজমল হোসেনের দাফন সম্পন্ন

0 175

1ঘাটাইল সংবাদদাতাঃ
সালাম প্রদর্শন ও এক মিনিট নিরবতা পালন, বিশিষ্ট ব্যক্তিদের শ্রদ্ধা নেতাকর্মীদের চোখের জ্বলে ভাসিয়ে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সন্ধানপুর ইউপি চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সদস্য, বর্তমান ইউসিসি লিঃ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজমল হোসেনের পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বৃহস্পতিবার দুপুরে দাফন সম্পন্ন করা হয়েছে।
এর আগে সকাল ৯টায় তার নিজ গ্রামের বাড়ি খাগড়াটা বীর মুক্তিযোদ্ধা আজমল হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে ঘাটাইল হাইস্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে ঘাটাইল সদর কবরস্থানে দাফন করা হয়। এ সময় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) ডা: কামরুল হাসান খান, উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান, সুপ্রিম কোর্টের ডেপুটি এ্যার্টনি জেনারেল শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আছমা আরা বেগম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল ইসলাম (ডিপটি), জিবিজি কলেজের অধ্যক্ষ শামসুল আলম মণি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, পৌরসভার মেয়র মনজুরুল হক, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু, ধলাপাড়া ইউপি চেয়ারম্যান হেকমত সিকদার, জিবিজি কলেজের সাবেক ভিপি শহিদুজ্জামান খান, ছাত্রলীগ নেতা আবু সাইদ রুবেল, রুঞ্জু আহমেদ সহ প্রায় ৫সহ¯্রাধিক মানুষ জানাজায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বুধবার বেলা ৩ টার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজমল হোসেন (৭০) ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ সময় তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ