ঘাটাইলে বিদ্যুতের খুঁটির সঙ্গে পিকআপের ধাক্কায় একজন নিহত
ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে বিদ্যুতের খুঁটির সঙ্গে যাত্রীবাহী পিকআপের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। পিকআপটি ধাক্কা খেয়ে উল্টে যায়। সোমবার (১১ জুলাই) সকাল ৭টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইলের পোড়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। ঘাটাইল থানার উপ-পরিদর্শক পলাশ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, যাত্রীবাহী একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-২০-৩৭৩৯ ) গাজীপুর থেকে টাঙ্গাইলের মধুপুর যাচ্ছিল। টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ঘাটাইল উপজেলার পোড়াবাড়িতে পৌঁছলে সড়কের পাশের একটি বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সৌরভ (১২) নামের এক কিশোরকে মৃত বলে ঘোষণা করেন। সে মধুপুর উপজেলার ভবানীটেকি গ্রামের শফিকুলের ছেলে।