ঘাটাইলে বিএনএম’র আহবায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা

85

ঘাটাইল প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বি.এন.এম.) উপজেলা শাখার আহবায়ক কমিটির পরিচিতি পর্ব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের সানবান্ধা বাজারে এ অনুষ্ঠান হয়।




মজিবুর রহমানের সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন ঘাটাইল উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক আখতার হোসেন খাজার সঞ্চালনায় পরিচিতি পর্ব ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ঘাটাইল উপজেলা শাখার আহবায়ক ক্যাপ্টেন (অবঃ) জাকির হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদস্য সচিব সরকার শাহীন, যুগ্ম আহবায়ক আরিফুজ্জামান রাসেল স্থানীয় নেতৃবৃন্দ।