ঘাটাইলে প্রথম পিঠা উৎসব পালিত
ঘাটাইল সংবাদদাতাঃ
পৌষ মাসে হিমেল হাওয়ায় শীত বসেছে জেঁকে, তেমনি মেতে উঠেছে পিঠার উৎসবে উইজডম ভ্যালিতে। টাঙ্গাইল ঘাটাইল উপজেলায় উইজডম ভ্যালির উদ্দ্যোগে এক দিন ব্যাপি পিঠা উৎসব আয়োজন করা হয়েছে।
কিশোর থেকে শুরু করে সকল বয়সী মানুষ এ পিঠা উৎসবে মেতে উঠেছিল। পিঠা উৎসবের আয়োজক সাবেক ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি, উইজডম ভ্যালির পরিচালক কামাল হোসেন বলেন, বাংলার ঐতিহ্য এ পিঠা উৎসব আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। তাই বাংলার ঐতিহ্য পিঠা উৎসবটি যাতে হারিয়ে না যায় এজন্য প্রতি বৎসর উৎসবটি পালর করে যাব।