ঘাটাইল প্রতিনিধি:
ঘাটাইলে বাইচাইল নামক স্থানে পাহাড় কেটে স্থাপনা নির্মান ও মাটি বিক্রি করে পরিবেশের ভারসাম্য নষ্ট করায় ইদ্রিস আলী নামের বকে ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদয়ে ১ মাসের জেল দেন ভ্রাম্যমান আদালত। ৭ জানুয়ারী বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আছমা আরা বেগম এ রায় দেন। ঘাটাইল সেনানিবাস সংলগ্ন বাইচাইল দাখিল মাদ্রাসা সুপার আজাহারুল ইসলামের এক অভিযোগের ভিত্তিতে ৃইদ্রিস আলীকে আটক করে ঘাটাইল থানা পুলিশ। পরে ইউএনও আছমা আরা বেগম ঘটনা স্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেলে ভ্রাম্যমান আদালত জরিমানাসহ ৩০০ টাকার ষ্টাম্পে মুচলেকা নিয়ে ইদ্রিস আলীকে ছেড়ে দেওয়া হয়।
Next Post