ঘাটাইলে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

0 90

ঘাটাইল প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ঘাটাইলে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুুতিমূলক সভার সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিয়া চৌধুরী ।




এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল পৌর মেয়র বীর মুক্তিযুদ্ধা আব্দুর রশীদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম মিয়া, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুল আলম মনি, সরকারি জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ অধীর চন্দ্র সাহা, কৃষি অফিসার দিলশাদ জাহান, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিয়ুর রহমান খান, ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জামুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেস্টিংস, পরিসংখ্যান অফিসার মনিরুজ্জামান মনির, ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, লেখক সাংবাদিক গবেষক জুলফিকার হায়দার, উপজেলা প্রকৌশলী এ,কে,এম হেদায়েত উল্লাহ, সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা নুরী, উপজেলা তথ্য ও সেবা কর্মকর্তা নুসরাত জাহান সুমী, দেউলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাত আলী খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘাটাইল উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযুদ্ধা এমদাদুল হক খান হুমায়ূন, সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম খানসহ অনেকে।




সভায় বক্তরা বলেন, পহেলা বৈশাখ বাংলা নববর্ষ পালন বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। আবহমানকাল ধরে বাঙালি অধ্যুষিত জনপদে সার্বজনীন এ উৎসবটি পালিত হয়ে আসছে। দেশে ১৪৩০ বঙ্গাব্দ থেকে বাংলা নববর্ষ জাতীয়ভাবে উদযাপিত করা হচ্ছে। সরকারী নির্দেশ অনুযায়ী রমজান মাস হওয়ায় সকাল থেকে বিকেল তিনটার মধ্যে বৈশাখী উৎসবের কার্যক্রম সমাপ্ত করতে হবে। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ