ঘাটাইলে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

225

1ঘাটাইল সংবাদদাতাঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ছাত্রদলের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিভিন্ন ইউনিয়ন ছাত্রদল, যুবদল, বিএনপির একটি বণাঢ্য র‌্যালি দলীয় কার্যালয় থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
পৌর ও কলেজ শাখা ছাত্রদল আয়োজিত ঘাটাইল উপজেলা ছাত্রদলের আহবায়ক খুররম মাসুদ সিদ্দিকীর সভাপতিত্বে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ.খ.ম. রেজাউল করিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকলাখ হোসেন শামীম, পৌর বিএনপি সাধারণ সম্পাদক ফারুখ হোসেন ধলা, সাংগঠনিক সম্পাদক সাহাদৎ হোসেন শামিম প্রমুখ।