ঘাটাইলে উচ্ছেদ হলো অবৈধ সীসা কারখানা
ঘাটাইল প্রতিনিধি ॥
কোনও অনুমোদন ছাড়াই টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘীর আমাবাগান এলাকায় স্থাপন করা ২টি অবৈধ সীসা কারখানা যৌথ উদ্যোগে বন্ধ করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। ভবিষ্যতে এমন কারখানা স্থাপন করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও কারখানা সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। সোমবার (৬ মার্চ) দুপুরে কারখানা বন্ধ করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন।
কারখানাটির কারণে ঘাটাইল উপজেলার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এমন খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম এবং তাপস চন্দ্র পালসহ অন্য কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সেটি বন্ধের নির্দেশনা দেন। এ সময় ভ্যেকু দিয়ে কারখানার সকল স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।
এ সময় ৩১৫ পিচ সীসা বার জব্দ করা হয়েছে। অভিযানের চলা কালে কারখানার মালিকপক্ষ কেউ উপস্থিত না থাকায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে কোনো প্রকার জেল/জরিমানা করা সম্ভব হয়নি। পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইল জেলার অবৈধ কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানানো হয় ।