ঘাটাইল সংবাদদাতাঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া মডেল ইউনিয়নের লাউয়া গ্রামের জুয়েল মিয়াকে (৩৫) মঙ্গলবার বিকেলে তার পাশের বাড়ির এক মেয়েকে ইভটিজিং করার দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও আছমা আরা বেগম। এ বিষয়ে ওই মেয়ে বাদী হয়ে ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করলে পরে এই জরিমানা করা হয়।
ইউএনও আছমা আরা বেগম জানান, ঘাটাইল উপজেলার জামুরিয়া মডেল ইউনিয়নের সোহরাব হোসেনের ছেলে জুয়েল মিয়া (৩৫) তার পাশের বাড়ির এক মেয়েকে বিভিন্ন সময় রাস্তাঘাটে ইভটিজিং করতেন। পরে ওই মেয়ে বিষয়টি অভিভাবককে জানালে ছেলের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ জুয়েলকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করে। পরবর্তীতে আর কোন সময় রাস্তাঘাটে কোন মেয়েকে ইভটিজিং করবে না মর্মে মুচলেকা দেয়।