ঘাটাইলে আব্দুর রহিম মিয়া ডিগ্রী কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন
ঘাটাইল প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ঘাটাইলে আব্দুর রহিম মিয়া ডিগ্রী কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মার্চ) বিকেলে উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের চাপড়ী (মনপুরা) আব্দুর রহিম মিয়া ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু।
ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আব্দুর রহিম ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা ও সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও আলোক হেলথ কেয়ার এন্ড ফাউন্ডেশন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন, সন্ধানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ.কে.এম মাসুদ খান, সংগ্রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের সদস্য ডাঃ রকিবুল হাসান খান, আব্দুল মান্নান সরকার, মহিষমারা কলেজের প্রতিষ্ঠাতা সানোয়ার হোসেন, ঘাটাইল সরকারি জিবিজি কলেজের সাবেক ভিপি আবু সাইদ রুবেল, ইরফান হাসান তোতাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।