ঘাটাইলে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
ঘাটাইল প্রতিনিধি ।।
টাঙ্গাইলের ঘাটাইলে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৯ আগষ্ট) দুপুরে উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ) ঘাটাইল উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। শোভাযাত্রাটি সাগরদিঘীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাগরদিঘী উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন উপজেলা শাখার চেয়ারম্যান স্বপন চন্দ্র বর্মণের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী মৎস্য জীবীলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য প্রফেসর ড.অধীন চন্দ্র সরকার,টাঙ্গাইল জেলা মৎস্য জীবিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা.তাজুল ইসলাম রাসেল,আদিবাসী সংগঠক অখিল চন্দ্র বর্মন,বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়নের সভাপতি পরিমল চন্দ্র বর্মন,আদিবাসী নেতা আশীষ কুমার বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন উপজেলা শাখার জেনারেল সেক্রেটারি দিলিপ কুমার বিশ্বাস।