ঘাটাইলের হামিদপুর বাজারের বেহাল দশা ॥ দুর্ভোগে ব্যবসায়ী ও জনগন
ঘাটাইল সংবাদদাতা ॥
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদপুর বাজারটি দীর্ঘদিন অপরিষ্কার, অপরিচ্ছন্নতাসহ নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। একটুখানি বৃষ্টি হলেই বাজারে হাটুপানি জমে যায়। ফলে চরম দুর্ভোগের শিকার হতে হয় ক্রেতা-বিক্রেতাসহ জনসাধারণকে। প্রতি বছর লক্ষলক্ষ টাকা রাজস্ব আদায় হলেও এ বাজারটির উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন ভূমিকা নেই।
সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার হামিদপুর বাজারটির আশপাশে ড্রেনেজ ব্যবস্থা থাকলেও কর্তৃপক্ষের অবহেলায় দীর্ঘদিন কোন পরিস্কার না করায় ময়লা আর্বজনা ভর্তি হয়ে পয়ঃনিস্কাশন বন্ধ হয়ে গেছে। এতে সামান্য পরিমাণ বৃষ্টি হলেই বাজারের মধ্যে দেখা দেয় মারাত্মক জনদুর্ভোগ। সেই সাথে বাজারের বিভিন্ন স্থানে ড্রেনের ময়লা আবর্জনা ও কাদায় একাকার হয়ে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। কিছু কিছু জায়গা পানি জমে মনে হয় ছোট খাটো কোন জলাশয়।
এছাড়া বাজারের ভিতর থাকা পাঁকা সড়কগুলো দীর্ঘ দিনেও সংস্কার না করায় ইট, খোয়া বেরিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে মারাত্মক দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে খুচরা ক্রেতা বিক্রেতাসহ বাজারের ব্যবসায়ীদের। যার কারণে বাজার ব্যবসায়ীদের মাঝেও ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ব্যবসায়ীদের অভিযোগ প্রতি বছর এ বাজারটি থেকে সরকার লক্ষলক্ষ টাকা রাজস্ব আদায় করলেও বাজারটির দীর্ঘদিন যাবৎ রয়েছে উন্নয়ন থেকে বঞ্চিত।
বাজারের ব্যবসায়ী ফাহাদ হোসেন টিনিউজকে বলেন, বাজার মহলদারেরা ঠিকই সময়মত তাদের খাজনা আদায় করে নেয়। কিন্তু উন্নয়নের বেলায় কিছুই কওে না। যার ফলে প্রতি বছর বর্ষা মৌসুমে ব্যবসায়ী ও ক্রেতাদের পড়তে হয় সীমাহীন বিড়ম্বনায়।
বাজার বণিক সমিতির নেতা স্বপন মিয়া আক্ষেপ করে টিনিউজকে বলেন, হামিদপুর বাজার থেকে সরকার লক্ষলক্ষ টাকা রাজস্ব আদায় করলেও বাজারটির দীর্ঘদিন যাবৎ রয়েছে উন্নয়ন থেকে বঞ্চিত। এখন বাজারের প্রায় ৭/৮শ’ ব্যবসায়ীদের দাবি, অতি দ্রুত বাজারটি পরিস্কার পরিচ্ছন্নতাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার আহ্বান জানান কর্তৃপক্ষের কাছে। তা না হলে প্রতি বর্ষায় বাজারের ব্যবসায়ীসহ শতশত মানুষকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়।
এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন টিনিউজকে জানান, উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দিয়েছি তিনি সরেজমিন দেখে প্রকল্প তৈরি করে উপজেলা প্রশাসনে পেশ করলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।