ঘাটাইলের ব্রাহ্মণশাসন ঈদগাহ মাঠের ইফতার ও দোয়া মাহফিল

0 103

ঘাটাইল প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ঘাটাইলের দিগড় ইউনিয়নের অন্যতম বড় ঈদগাহ মাঠ ব্রাহ্মণশাসন বাজার ঈদগাহ মাঠের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ এপ্রিল) ব্রাহ্মণশাসন খাদিজা আছিয়া গণ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এবং ঈদগাহ মাঠের বর্তমান সভাপতি কৃষিবিদ রেজাউল ইসলাম মুকুল।




আরো উপস্থিত ছিলেন দিঘলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, এশিয়ান টেলিভিশনের উত্তর টাঙ্গাইল প্রতিনিধি আব্দুল লতিফ, দৈনিক যুগধারার ঘাটাইল প্রতিনিধি নজরুল ইসলাম, ব্রাহ্মণশাসন বাজার কমিটির বর্তমান সেক্রেটারি আকতার হোসেন এবং ঈদগাহ মাঠের আওতাভুক্ত ৭টি গ্রামের প্রতিনিধিবৃন্দ। রেজাউল ইসলাম মুকুল তাঁর আলোচনায় বিগত বছরের কার্যক্রম এবং মাঠের উন্নয়ন কাজের ভবিষ্যত রূপরেখা তুলে ধরেন। নাজমুল আলমের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ