ঘাটাইলের কহিনুর হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

0 338

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ঘাটাইলের কহিনুর হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। ঘাটাইলের কহিনুর আলী (৫৫) হত্যা মামলার এজাহার ভুক্ত পলাতক আসামী বায়োজিতকে জেলার ঘাটাইল উপজেলার মমিনপুর এলাকা হতে এবং ববিনকে সদর উপজেলার পলিটেকনিক এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব।




টাঙ্গাইল র‌্যাব-১৪, সিপিসি-৩ এর কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, পিপিএম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলায় ঘাটাইল থানার চাঞ্চল্যকর কহিনুর আলী হত্যা মামলা এর এজাহার ভুক্ত দুইজন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মামলার ২নং আসামী ঘাটাইল উপজেলার ধলাপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে বায়োজিত (৬০) অপর জন হলেন, মামলার ৩নং আসামী একই উপজেলার উত্তর ধলাপাড়া এলাকার বজলুল হায়দার চৌধুরীর ছেলে ববিন হায়দার চৌধুরী (৫০) ।




 

উল্লেখ্য, বিগত ২০/২৫ বছর যাবত জমি সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে উপরোক্ত আসামীগণসহ অপর একজন আসামী মিলে উক্ত ঘটনায় নিহত কহিনুর আলমকে ঘাটাইল উপজেলার উত্তর ধলাপাড়া এলাকায় গত ০৮ মার্চ বিকাল ৪টায় মারধর করে গুরুতর আহত করলে তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। উক্ত ঘটনায় নিহত কহিনুর আলমের ছেলে বাদী হয়ে ঘাটাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যা ঘাটাইল থানার মামলা নং-০৭, তারিখ- ১০/০৩/২০২৩ খ্রিঃ, ধারা- ৩০২/৩৪/১০৯ পেনাল কোড-১৮৬০। এছাড়াও উল্লেখ্য যে, উক্ত মামলা হওয়ার ২৪ ঘন্টার মধ্যে এজাহারভূক্ত আসামীদের গ্রেফতার করা হয়।
উক্ত এজাহার ভুক্ত আসামীদের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করার জন্য ঘাটাইল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

 

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ