গোপালপুর শিল্প ও বণিক সমিতির উদ্যোগে ফ্রি চিকিৎসা
গোপালপুর সংবাদদাতা ॥
টাঙ্গাইলের গোপালপুরে শিল্প ও বণিক সমিতির উদ্যোগে পাঁচজন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সকল সম্মানিত সদস্যদের জন্য ও বীর মুক্তিযোদ্ধাসহ আরো অন্যান্য অসহায় রোগীদের মাঝে চিকিৎসা ফ্রি সেবা প্রদান করা হয়। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে গোপালপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে রোগীদের ফ্রি চিকিৎসা প্রদান করা হয়। এ সময় বিশেষজ্ঞ ডাক্তারা উপস্থিত থেকে সেবা প্রদান করেন।
এ সময় গোপালপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বলেন, গোপালপুরের ব্যবসায়ীদের কথা চিন্তা করে আমাদের এই ক্ষুদ্র চিন্তাভাবনা, ব্যবসায়ীরা যাতে হাতের কাছেই চিকিৎসা সে নিয়ে সুস্থ থাকতে পারে।
গোপালপুর শিল্প ও বণিক সমিতি সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আঙ্গুর বলেন, আমরা জাতীয় প্রোগ্রামসহ বিভিন্ন সময়ে অংশগ্রহণ করে থাকি, ব্যবসায়ীদেরকে নিয়ে বার্ষিক বনভোজনসহ ও অন্যান্য বিনোদন অনুষ্ঠান করে থাকি। তারাই ধারাবাহিকতায় আজকে এই ফ্রি চিকিৎসা সেবা আয়োজন করা হয়েছে।
Comments are closed.