গোপালপুর উপজেলা লেডিস ক্লাবের নবাগত সভাপতিক সংবর্ধনা
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলা লেডিস ক্লাবের নবাগত সভাপতি আফীফা নাজরীনকে সংবর্ধনা দিয়েছে উপজেলা লেডিস ক্লাব।
বুধবার (২০ জানুয়ারি) বিকেলে লেডিস ক্লাবে আয়োজিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ মল্লিক।
অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল, ক্লাব সম্পাদক শামীমা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক আনজু আনোয়ারা ময়না প্রমুখএসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কানিজ ফাতেমা রুমির সঞ্চালনায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও ক্লাব সভাপতিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন, কার্যনির্বাহী কমিটিসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।