গোপালপুর উপজেলা প্রশাসনের ৭ মার্চ দিবস পালন
গোপালপুর সংবাদদাতা ॥
ঐতিহাসিক (৭ মার্চ) দিবস উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৭ মার্চ) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতি চিরঞ্জিত মুজিবে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তক অর্পণ করেন। এর আগে সরকারি অফিস, বেসরকারি প্রতিষ্ঠান এবং উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের পক্ষে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তক অর্পণ করা হয়।
ঘাটাইল উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক (৭ মার্চ) এর ভাষণের তাৎপর্য ও ভাষণের গুরুত্ব তুলে ধরেন। উপজেলা নির্বাহী অফিসার পারভেজ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আলিম আল রাজী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আলমনগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোমেন, থানা অফিসার ইনচার্জ মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ প্রমুখ। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।