গোপালপুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলিম আল রাজির সভাপতিত্বে, অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার বিকাশ বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ।
অনুষ্ঠানে গোপালপুরে সদ্য যোগদান করা সাতজন নকাগত চিকিৎসককে সংবর্ধনা দেয়া হয়।