গোপালপুরে স্থানীয় সরকার দিবসে উন্নয়ন মেলা ও আলোচনা সভা

96

গোপালপুর সংবাদদাতা ॥
“সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” প্রতিপাদ্যে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়। সোমবার ( ১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা শুভ উদ্বোধন ও উন্নয়ন মেলা উদ্বোধন করেন স্থানীয় এমপি ছোট মনির।




উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিয়া সিরাত এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন সংসদ সদস্য ছোট মনির। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসতুরা আমিনা, উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার, থানা অফিসার ইনচার্জ জিয়াউল মোরশেদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আলমনগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, নগদা শিমলা ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেল প্রমুখ। উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধী সমাজ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।