হাসান সিকদার ॥
বিএনপি-জামাতের, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে টাঙ্গাইলের গোপালপুরে শান্তি সমাবেশ ও নৌকার পক্ষে নির্বাচনী প্রচারনার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে গোপালপুর পৌর শহরের ডুবাইল স্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল মোমেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশিদ মামুন, জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি আনিছুর রহমান আনিছ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ তারেক পুলু, দপ্তর সম্পাদক এডভোকেট খোরশেদ আলম, সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনোয়ারা বেগম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাছিমা বাছেদ, জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ প্রমুখ।
এছাড়াও জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, গোপালপুর উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এর আগে স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের নেতৃত্বে প্রায় তিন হাজার মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ভূঞাপুর থেকে শুরু হয়ে ওই উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপালপুর পৌর শহরের ডুবাইল স্কুল মাঠে এসে শেষ হয়।