স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের গোপালপুরে শান্তি সমাবেশে বাঁধা দেওয়ায় থানায় অভিযোগ দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে গোপালপুর থানায় তিনি এ লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ থেকে জানা যায়, শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেল তিনটায় পৌর শহরের সূতী ভি.এম উচ্চ বিদ্যালয় মাঠে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিএনপি জামাত জোটের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে ‘শান্তি সমাবেশের’ আয়োজন করা হয়েছে। আর এই শান্তি সমাবেশে কেউ যাতে অংশ নিতে না পারে এজন্য একটি মহল উপজেলার বিভিন্ন ইউনিয়নের লোকজনদের সমাবেশে আসতে বিভিন্ন ধরনের হুমকি ও বাঁধা প্রদান করছে।
ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু অভিযোগে আরও উল্লেখ করেছেন, শান্তি সমাবেশে যাতে বিভিন্ন ইউনিয়ন থেকে লোকজন আসতে না পারে এজন্য হাদিরা ইউনিয়নের যুবলীগের এক নেতাকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে চক্রান্তকারীরা সৈয়দপুর বাজারে সমাবেশের আয়োজন করেছে। এছাড়া মির্জাপুর ইউনিয়নের বরশিলা ব্রীজ মেরামতের নামে দু’পাশে ভেঙে যাতায়ত বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আবার শাখারিয়া স্কুল মাঠে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। যাতে শান্তি সমাবেশে কেউ আসতে না পারে। এজন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন।
গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, এ বিষয়ে কোন লিখিত অভিযোগ এখন পর্যন্ত তিনি পাননি।