গোপালপুরে শহীদ ক্যাডেট একাডেমিক স্কুলের উদ্বোধন
গোপালপুর প্রতিনিধি//
টাঙ্গাইলের গোপালপুরে শহীদ ক্যাডেট একাডেমিক স্কুলের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে গোপালপুর বাস স্ট্যান্ড এলাকায় শাখার উদ্বোধন করেন টাঙ্গাইল শহীদ ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. শহীদুল আলম শহীদ। স্কুলের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম দোলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।
স্কুলের প্রধান শিক্ষক শাহীনুর ইসলাম সিহানের পরিচালনায় বক্তব্য দেন , উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামছুল আলম, গোপালপুর সরকারি কলেজের অধ্যক্ষ মানিকুজ্জামান, জেলা ছাত্রলীগ সভাপতি সোহানুর রহমান সোহান, নগদা শিমলা ইউপি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেল প্রমূখ।
উপস্থিত ছিলেন মির্জাপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লাভলু, ধোপাাকান্দি ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি আরিফুল ইসলাম আরিফ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।