গোপালপুরে রাস্তার কাজের উদ্বোধন করলেন ছোট মনির এমপি
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের গোপালপুরে চারটি রাস্তার কাজের উদ্বোধন করলেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাদিরা ইউনিয়নের হাবিবপুর, ছাত্তারকান্দি, সেনেরচর ও হাদিরা বাজারের রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসফিয়া সিরাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিলকিস জাহান, জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহানসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।