গোপালপুরে মৎস্য সপ্তাহে মাছের পোনা অবমুক্তকরন
গোপালপুর সংবাদদাতা ॥
‘নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে পোনামাছ অবমুক্তি কার্যক্রমে এর ২০২৩/২৪ আর্থিক সালে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি, প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করন করা হয়। শনিবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে, গোপালপুর উপজেলা পরিষদ পুকুরে ও উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তি করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন গোপালপুর-ভূঞাপুর আসনের সংসদ সদস্য এমপি ছোট মনির। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু। আরো উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল রাশেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসতুরা আমিনা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার সুদীপ ভট্টাচার্য, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আলমনগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, থানা তদন্ত কর্মকর্তা মামুন ভূঁইয়া, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, সুধী সমাজ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবগর্, শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীবৃন্দ।