গোপালপুরে বাংলাদেশ ও ভারতের ক্লাব পর্যায়ে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
গোপালপুর প্রতিনিধি ॥
বাংলাদেশ ও ভারতের সম্প্রীতি ধরে রাখার লক্ষে টাঙ্গাইলের গোপালপুরে ক্লাব পর্যায়ে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ মে) বিকেলে সূতী ভিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণী ফুটবল একাডেমীকে ৩-০ গোলে পরাজিত করে টাঙ্গাইলের গোপালপুরের মরহুম ফরহাদ হোসেন ফুটবল একাডেমী বিজয়ী হয়। খেলার উদ্বোধন করেন গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক ছানা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, সম্পাদক সন্তোষ কুমার দত্ত, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, মির্জাপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লাভলু, নগদা শিমলা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেল প্রমুখ।
ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন মাহবুব হাসান সুমন, মো. রফিক, মো. জুয়েল । বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।