গোপালপুরে ফুটবল টুর্নামেন্ট শুরু

236

গোপালপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরের ডুবাইল আদর্শ গণ উচ্চ মাঠে ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে। সামাজিক উন্নয়নমূলক সংস্থা তারুণ্যের জয় এর আয়োজনে সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মাহবুব আলম টিনিউজকে জানান, এ টুর্ণামেন্টে ৯টি দল অংশগ্রহণ করেছে। পয়েন্টের ভিত্তিতে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন, ডুবাইল আদর্শ গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান শিকদার, গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মুকুল, পৌর কাউন্সিলর নাসিরুল আলম শিকদার, শহর যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল কবীর, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম, ডুবাইল বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল আলীম, সংগঠনের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম প্রমুখ।

Comments are closed.

ব্রেকিং নিউজঃ