গোপালপুরে অবৈধ চায়না জাল আগুন দিয়ে বিনষ্ট

94

গোপালপুর সংবাদদাতা ॥
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সাজানপুরে মৎস্য সংরক্ষণে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধ ১৫টি চায়না জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়েছে। জালগুলোর আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।




বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসফিয়া সিরাত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য, ধোপাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসফিয়া সিরাত জানান, অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।