গোপালপুরের ২০১ গম্বুজ মসজিদে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত

189

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ২০১ গম্বুজ মসজিদে বৃহস্পতিবার (২৯ জুন) সকাল নয়টায় পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। মসজিদের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদারসহ টাঙ্গাইল ও আশপাশের জেলা-উপজেলার কয়েক হাজার মুসল্লি প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে এখানে ঈদের নামাজ আদায় করেন। নামাজের ইমামতি করেন জাতীয় সংসদের কোরআন তেলাওয়াতকারী ক্বারী মাওলানা গোলাম মোস্তাফা। নামাজ শেষে বিশ্বশান্তি কামনায় দোয়া করা হয় এবং পশু কোরবানী করা হয়।