খিজির খান হত্যায় জড়িত সন্দেহে দেলদুয়ার থেকে ১যুবক গ্রেফতার
স্টাফ রিপের্টার :
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মৌলভী পাড়া এলাকা থেকে তারেক (২৬) নামে এক জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন ডিবি পুলিশ। দেলদুয়ার থানার ওসি তদন্ত এসএম তুহিন আলী জানান, ঢাকা থেকে ডিবির একটি দল মঙ্গলবার রাতে উপজেলার মৌলবি পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় খিজির খান হত্যায় জড়িত সন্দেহে ওই যুবককে আটক করা হয়।
আটকের পর পরই তাকে নিয়ে অন্যত্র অভিযানের জন্য চলে যায় ওই দলটি। অধিক গোপনীতা রক্ষা করে এই অভিযান পরিচালনা করা হয় বলেও তিনি জানান। আটককৃত ওই যুবকের বাড়ী দেলদুয়ার উপজেলার মৌলবি পাড়া এলাকায় বলেও জানান তিনি।