কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক হলেন সখীপুরের নাহিদ

275

সখীপুর প্রতিনিধি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহ-সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন টাঙ্গাইল  জেলার সখীপুর উপজেলার কৃতি সন্তান নাহিদুল ইসলাম নাহিদ। রবিবার (৩১শে জুলাই) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান
জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষর সম্বলিত এক চিঠি
প্রেরণের মাধ্যমে সহ-সম্পাদক পদে তাকে মনোনীত করেন। তিনি জগন্নাথ
বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ছিলেন।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি সহ-সম্পাদক হওয়ায় সামাজিক যোগাযোগ
মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন দেশের অসংখ্য  ছাত্রলীগ নেতা কর্মী ও
শুভানুধ্যায়ী।

বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক পদে মনোনীত হওয়ায় তিনি
শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং পথচলায় সকলের দোয়া
চেয়েছেন।

Comments are closed.

ব্রেকিং নিউজঃ