কুমুদিনী হাসপাতালে বিদেশী ডাক্তারদের তত্ত্বাবধানে বিনামূল্যে জরায়ুর চিকিৎসা

0 92

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে বিনামূল্যে মহিলাদের জরায়ুর সমস্যাজনিত রোগ পেলভিক অরগান প্রোলান্স’র চিকিৎসা দেয়া হবে। অস্ট্রেলিয়ান ডিএকে (স্বামী এবং স্ত্রী) ও ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় ‘প্রশান্তি প্রজেক্ট’ বিনামূল্যে এই চিকিৎসাসেবা প্রদান করবে বলে কুমুদিনী হাসপাতাল কর্তৃপক্ষ এক প্রেস ব্রিফিংএ সাংবাদিকদের জানিয়েছেন। অস্ট্রেলিয়া থেকে আসা চিকিৎসক দম্পতি ডা. বারবারা এ্যান হল ও ডা. জন উইলিয়াম টেইলর এবং কুমুদিনী হাসপাতালের ডা. প্রদীপ কুমার রায় ও কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. বিলকিস বেগম তিনদিন এই চিকিৎসা সেবা প্রদান করবেন।




এছাড়া এই চিকিৎসক দলটি কুমুদিনী হাসপাতালের চিকিৎসকদের প্রশিক্ষণ দিবেন বলেও প্রেস ব্রিফিংএ জানানো হয়। শনিবার (১৩ মে) সকাল ১১টায় কুমুদিনী হাসপাতাল ক্যাম্পাসের পুরাতন লাইব্রেরীতে আয়োজিত প্রেস ব্রিফিংএ কুমুদিনী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল হালিম, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. বিলকিস বেগম, মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর মেডিকেল অফিসার ডা. শ্রাবণী সাহা, কুমুদিনী হাসপাতালের সহকারী পরিচালক ডা. এবিএম আলী হাসান, কুমদিনী হাসপাতালের মেট্রন দিপালী প্যারোরা, ডিপুটি জেনারেল ম্যানেজার অনিমেশ ভৌমিক ও সহকারী প্রজেক্ট ম্যানেজার আব্দুল হাই বক্তৃতা করেন।




কুমুদিনী হাসপাতালের ডা. প্রদীপ কুমার রায় জানান, বিদেশী চিকিৎসকদেও সমন্বয়ে ১, ১৪ ও ১৫ মে চিকিৎসা সেবা চললেও কুমুদিনী হাসপাতালের তত্ত্ববধানে প্রতি সপ্তাহে শনি, সোম ও বুধবার বিনামূল্যে এই চিকিৎসা সেবা চালু থাকবে বলে তিনি জানান।

 

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ