কালীহাতীর স্বামীহারা দুধজান উপহার পেয়ে খুশিতে আত্মহারা

0 85

স্টাফ রিপোর্টার ॥
সত্তরোর্ধ্ব দুধজান বেওয়ার স্বমাী সোবহান আলী কয়েক বছর আগে মারা গেছেন। দুধজান বেওয়ার এক মেয়ের বিয়ে হয়ে গেছে। আর এক ছেলে স্ত্রী সন্তান নিয়ে শহরে থাকেন। বলতে গেলে দেখা শোনার কেউই নেই। দুধজান ছাগল পালন করে এবং লতাপাতা কুড়িয়ে বিক্রি করে নিজের খাবার জোগাড় করেন। হত দরিদ্র দুধজান বেওয়ারবাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নগরবাড়ী গ্রামে।




সোমবার (১০ এপ্রিল) দুপুরে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে দুধজানের পরিবারের জন্য এক মাসের খাদ্য সহয়তা তুলে দেওয়া হয়। কালের কণ্ঠ’র শুভসংঘের ব্যানারে এ উপহার তুলে দেন কালের কণ্ঠ’র টাঙ্গাইল জেলা প্রতিনিধি কাজল আর্য। খেয়ে না খেয়ে দিন কাটানো দুধজান বেওয়া খুশিতে আত্মহারা হয়েছেন। তার দু চোখ বেয়ে জল চলে আসে।




এ সময় উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোজহারুল ইসলাম তালুকদার, নারান্দিয়া ইউপি সদস্য রোমান মিয়া, শুভসংঘের সদস্য শোভন শুভ ও অনিক সরকার প্রমুখ।
উপহার সামগ্রীর মধ্যে ছিল ৫০ কেজি চাল, পাঁচ কেজি আলু, পাঁচ কেজি পেঁয়াজ, পাঁচ কেজি আটা, তিন কেজি ছোলা, তিন কেজি চিনি, তিন কেজি মশুর ডাল, তিন লিটার সয়াবিন তেল, এক কেজি লবণ ও দুই প্যাকেট সেমাই।




খাদ্য সামগ্রী পেয়ে দুধজান বেওয়া অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, বয়স অয়ে গেছে, বেশি কাজটাজ করতে পারিনা। আমি মেলা (অনেক) কষ্টেদিন পার করি। ভাংগা টিনের ঘরে থাহি। দ্যাহার কেউ নাই। সরকারি সাহায্যও কপালে বেশি জুটেনা। ম্যায়া পোলা নাতি নাতনি নিয়া এক বেলা ভাল কইরা খাইতে পর্যন্ত পাইনা। সামনে ঈদ। খুব চিন্তায় আছিলাম। হঠাৎ কইরা মেলা কিছু পাইলাম। অনেক ভালা লাগতাছে। বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান স্যার এবং কালের কণ্ঠর জন্য দোয়া করে দুধজান বেওয়া আরো বলেন এবার ঈদটা আনন্দে কাটবো।
দুধজানের পরিবারের সদস্য জেলেমন বেগম বলেন, এতো কিছু আগে কখনো কেউ দেয় নাই। এবার ঈদে অনেক মজা অইবো। আল্লাহ আপনাদের বাঁচিয়ে রাখুক।




কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার বলেন, বসুন্ধরা গ্রুপ এবং কালের কণ্ঠ’র এ মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসার দাবিদার। অসহায় মানুষের পাশে এভাবে এগিয়ে আসার জন্য বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি ভবিষ্যতে তাদের এ ধরনের কার্যক্রম আরো সম্প্রসারিত হবে।

 

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ