কালিহাতী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল
কালিহাতী সংবাদদাতা ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জুন) কালিহাতী উপজেলা মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহন করেন সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বি.কম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, কালিহাতী প্রেসক্লাবের উপদেষ্টা ও ডেইলি নেক্সট নিউজ পত্রিকা’র প্রকাশক ও সম্পাদক তোফাজ্জল হোসেন তুহিন, যায়যায়দিন পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি জোবায়েদ মল্লিক বুলবুল, সাপ্তাহিক যুগধারা পত্রিকার প্রকাশক ও সম্পাদক হাবিবুর রহমান সরকার, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি মালেক আদ্নান, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ আহাম্মদ আব্বাসী, সাংবাদিক রঞ্জন কৃষ্ণ পন্ডিত, উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন, কালিহাতী সার্কেল এএসপি মাসুদুর রহমান মনির, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশাররফ হোসেন, আওয়ামী লীগ নেতা আসলাম সিদ্দিকী ভূট্টো, উপজেলা যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার, বিভিন্ন সরকারী-বেসরকারী কর্মকর্তা, জেলা ও উপজেলার সিনিয়র সাংবাদিকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার শেষে ইঞ্জিনিয়ার লিয়াকত আলী সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। তিনি কালিহাতী প্রেসক্লাবের বিভিন্ন বিষয়ে সহযোগীতার হাত বাড়িয়ে দিবেন বলে প্রতিশ্রুতি দেন এবং কালিহাতী জনগনের পাশে দাঁড়িয়ে জনগনের সেবা করার উদ্যেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বলে সংবাদকর্মীদের জানিয়েছেন।