কালিহাতী পৌরসভার কাউন্সিলর আবু বকর গ্রেফতার
কালিহাতী প্রতিনিধি ॥
টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার কাউন্সিলর ও ৩নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আবু বকরকে (৩৫) গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ। সোমবার (১৯ নভেম্বর) ভোরে কালিহাতী পৌর এলাকার সিলিমপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক শিক্ষক জানান, গ্রেফতারকৃত আবু বকর জুয়া, মাদক ও নারী ব্যবসার সাথে জড়িত।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন টিনিউজকে জানান, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের লক্ষ্যে কিছু দুস্কৃতিকারী নাশকতা ও জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণের গোপন বৈঠক করছে এমন গোপন সংবাদ পেয়ে এলেঙ্গা পুরাতন পৌর ভূমি অফিসের ভিতর থেকে গত (৮ নভেম্বর) ভোরে বিএনপি’র ৬ নেতাকে গ্রেফতার করা হয়। সেই মামলায় কালিহাতী পৌরসভার কাউন্সিলর ও ৩নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আবু বকরকে গ্রেফতার করে সোমবার (১৯ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।