কালিহাতী কলেজে কিরণ শংকর দাসের বিদায় সংবর্ধনা

142

কালিহাতী সংবাদদাতাঃ
টাঙ্গাইলের কালিহাতী কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক কিরণ শংকর দাসের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ জুলাই) বিকেলে কালিহাতী কলেজ শিক্ষক মিলনায়তনে কালিহাতী কলেজের অধ্যক্ষ আব্দুর রহিমের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন।
এ সময় বক্তব্য রাখেন,কালিহাতী কলেজের উপাধ্যক্ষ মো.কামরুজ্জামান,বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এ.কে.এম.আব্দুল আউয়াল,অধ্যাপক জিল্লুর রহমান, অধ্যাপক লাল মিঞা, অধ্যাপক মোজিবর রহমান, অধ্যাপক জহুরুল হক বুলবুল প্রমুখ।
কালিহাতী কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম বলেন, সহকারী অধ্যাপক কিরণ শংকর দাস ১৯৮৪ সালে ১লা সেপ্টেম্বর নরসিংদী মাধবদী ডিগ্রি কলেজে ইংরেজী বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করে। পরে ১৯৮৬ সালে ১লা মার্চ থেকে কালিহাতী ডিগ্রি কলেজে ইংরেজী বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করে এবং পরবর্তীতে সহকারী অধ্যাপক হিসেবে অত্র কলেজে দায়িত্ব পালন করে আসছেন এবং ৩১ জুলাই কলেজ থেকে বিদায় নিচ্ছেন। এ বছর তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ এর কালিহাতী উপজেলা ও টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ কলেজ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি ৪টি গ্রন্থের রচয়িতা।
বিদায়ী সহকারী অধ্যাপক কিরণ শংকর দাস আবেগে আপ্লোত কন্ঠে বলেন,আমি আমার জীবনে সর্ব শক্তি দিয়ে ছাত্র/ছাত্রীদের জ্ঞান দান করার চেষ্টা করেছি।