কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নে ‘মা’ সমাবেশ অনুষ্ঠিত
কালিহাতী সংবাদদাতা।।
কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়ন পরিষদের উদ্যোগে বল্লাবাজার স্কুল মার্কেটে শুক্রবার ১৫ অক্টোবর ‘মা’ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিসেফ ও কইকা’র সহযোগিতায় পার্টর্নাস ইন হেল্থ ডেভলাপমেন্ট (পিএইচডি) মা, নবজাতক ও শিশুস্বাস্থ্য উন্নয়নে কমিউনিটিভিত্তিক প্রকল্পের (আইইসিএমএনসিএইচ) আওতায় এ সমাবেশ বাস্তবায়ন করে।
ইউপি চেয়ারম্যান হাজী চান মামুদ পাকিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বেলায়েত হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল মজিদ তোতা, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুল জলিল, বল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোফাখ্খারুল ইসলাম, সাধারণ সম্পাদক রাশিদুল হাসান লাভলু, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) চন্ডীচরণ তালকুদার, পিএইচডি’র উপজেলা কো-অর্ডিনেটর আমিনুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ফরিদা পারভিন, বল্লা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আবদুস সাত্তার প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর দেড় শতাধিক গর্ভবতী মায়ের হিমোগ্লোবিন ও ব্লাড সুগার পরীক্ষা, এএনসি চেকআপ, রক্তদাতাদের রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাতিষ্ঠানিক-প্রসবে উৎসাহ দেয়ার লক্ষে দরিদ্র প্রসূতি মায়েদের মধ্যে অর্থ বিতরণ করা হয়।