কালিহাতীর বাংড়া ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী শফিকুল বিজয়ী
সোহেল রানা, কালিহাতী।।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ১০ টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।এতে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ শফিকুল ইসলাম নৌকা প্রতীকে ৫ হাজার ২শত ৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ হাসমত আলী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪শত ৫৯ ভোট।
এদিকে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ এখলাছ মন্ডল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২৫৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ রোস্তম আলী হাত পাখা প্রতীকে পেয়েছেন ২২৫ ভোট, সতন্ত্র প্রার্থী মোঃ সামসুল আলম ফকির ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯শত ৭৮ ভোট এবং সতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিন আহমেদ আনারস প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮শত ৭৪ ভোট।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে আটটায় আনুষ্ঠানিকভাবে উপজেলা হল রুমে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মিসবাহ উদ্দিন আহমেদ।
উল্লেখ্য, এ ইউনিয়নের ১০টি ভোট কেন্দ্রে মোট ২২ হাজার ৪৫৫ জন ভোটারের মধ্যে ইভিএম পদ্ধতিতে ১৬ হাজার ১১৪টি ভোট কাস্ট হয়। এর মধ্যে ২৪টি ভোট বাতিল হয়।
এছাড়াও এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন এবং সাধারণ সদস্য (পুরুষ) পদে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।